শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৬

কল্পনা করুন তো একটা মুরগীশূন্য পৃথিবীর কথা ..................।

চাঙ্খারপুলের সেই আড্ডাটা আজ আর নেই , আজ আর নেই 
কোথায় হারিয়ে গেল ব্রয়লারের রানগুলো সেই
আজ আর নেই...........................।।

তবিবুর পীরগঞ্জে ফরিদুল ঢাকাতে, নেই তারা আজ কোন খবরে 
গ্র্যান্ড এর ফ্রয়েডিস্ট নিছার ডি আদিল ঘুমিয়ে আছে যে আজ কবরে 
কাকে যেন ভালবেসে আঘাত পেয়ে যে শেষে পাগলা গারদে আছে শরিফুল আলালে 
মুহিবটা ধুকছে দুরন্ত ক্যান্সারে জীবন করেনি তাকে ক্ষমা হায়।।

আপুটাই আজ শুধু সবচেয়ে সুখে আছে শুনেছি তো লাখপতি স্বামি তার 
হীরে আর জহরতে আগা গোড়া মোড়া সে গাড়ী বাড়ী সব কিছু দামী তার
আর্ট কলেজের ছেলে তানভীরটা সান্যাল বিজ্ঞাপনের ছবি আঁকতো 
আর চোখ ভরা কথা নিয়ে নির্বাক শ্রোতা হয়ে নিছার ডি আদিল বসে শুধু থাকতো।।

একটা টেবিলে সেই তিন চার ঘন্টা চারমিনার ঠোঁটে জ্বলতো
কখনো আল্লাহ কখনো নাসরিন এই নিয়ে তর্কটা চলতো 
দিনে রাতে যেখানেই যে থাকুক কাজ সেরে ঠিক এসে জুটতাম 
রাত দশটাতে শুরু করে জমিয়ে আড্ডা মেরে ভোর সাড়ে পাঁচটায় ঠিক উঠতাম।।

কবি কবি চেহারা কাঁধেতে ঝোলানো ব্যাগ মুছে যাবে কামরুলের নামটা
দুইটা কবিতা তার ছাপা হলেও পেলো না সে আসল প্রতিভার দামটা 
অফিসের সোসালে এমেচার নাটকে শরিফুল আলাল অভিনয় করতো 
টিভিরুম সভাপতি দিদারুল এসে রোজ কি দেখেছে তাই শুধু বলতো।।

সেই সাতজন নেই আজ টেবিলটা তবু আছে
সেই সাতটা রানের পিরিচ আজো খালি নেই
একই সে পিরিচে আজ এসেছে খাসির মাংস শুধু সেই সেদিনের মামাটা নেই 
কত খাদক খেয়ে যায় এই চাঙ্খারপুলে কত খাদক খাবে বলে স্বপ্নে থাকে 
কতজন এলো গেলো কতজনই আসবে, চাঙ্খারপুলটাই শুধু থাকবে।। 
চাঙ্খারপুলের সেই আড্ডাটা আজ আর নেই ।।